বাউবির বিএ-বিএসএস পরীক্ষা শুক্রবার শুরু


প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৬ আগস্ট ২০১৫

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে বিএ-বিএসএস পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। সারাদেশে ২৩৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম-পরিচালক মো. আবুল কাসেম শিখদার জানান, বিএ-বিএসএস পরীক্ষায় ১ম থেকে ৬ষ্ঠ সিমেস্টার পর্যন্ত মোট দুই লাখ ৭৪ হাজার ৭৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এ পরীক্ষা শুক্রবার ও শনিবার দিনগুলিতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে।

আগামী ১৪ই নভেম্বর শনিবার শেষ হবে এ পরীক্ষা। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে।
                
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।