এক নজরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৯ জুলাই ২০১৮
ছবি-ফাইল

বৃহস্পতিবার দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন।

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসিতে (ভোকেশনাল) গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ।

বোর্ড

পাসের হার

জিপিএ-৫

ঢাকা

৬৬.১৩%

১২,৯৩৮

রাজশাহী

৬৬.৫১%

৪,১৩৮

কুমিল্লা

৬৫.৪২%

৯৪৪

যশোর

৬০.৪০%

২,০৮৯

চট্টগ্রাম

৬২.৭৩%

১,৬১৩

বরিশাল

৭০.৫৫%

৬৭০

সিলেট

৬২.১১%

৮৭৩

দিনাজপুর

৬০.২১%

২,২৯৭

৮ বোর্ডে

পাস-৬৪.৫৫%

 জিপিএ ৫-২৫,৫৬২

মাদ্রাসা বোর্ড

৭৮.৬৭%

১,২৪৪

কারিগরি বোর্ড

৭৫.৫০%

২,৪৫৬

ডিআইবিএস (ঢাকা বোর্ড)

৮৭.৮২%

-

 

গড় পাস-৬৬.৬৪%

মোট জিপিএ ৫-২৯,২৬২

 

আরএমএম/এমবিআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।