২৩ বছর বয়সেই পিএইচডি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:০২ এএম, ১৩ জুলাই ২০১৮

মাত্র ২৩ বছর ১০ মাস বয়সে ডক্টরেট ডিগ্রি (পিএইচডি) অর্জন করে রেকর্ড করেছেন জাকের পার্টির চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর ছেলে খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ আব লন্ডন (ইউসিএল বিশ্বদ্যিালয়) থেকে অর্থনীতিতে সাফল্যের সঙ্গে তিনি এই ডক্টরেট ডিগ্রি আর্জন করেন।

ইউনিভার্সিটি কলেজ আব লন্ডন থেকে এটাই সবচেয়ে কম বয়সে পিএইচডি'র রেকর্ড। খাজা সায়েমের আগে এই বিশ্ববিদ্যালয় থেকে কল মার্ক্স নামে এক ব্যক্তি ২৪ বছর বয়সে পিএইচডি করেছিলেন।

খাজা সায়েম এ বিশ্ববিদ্যালয় থেকেই অর্থনীতিতে গ্রাজুয়েশন ও মাস্টার্স সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই তিনি পড়াশুনায় অসাধারণ মেধার পরিচয় দিয়ে আসছেন।

খাজা সায়েম জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘সিটিজেন্স প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট’ (সিপিএইচডি) এর প্রতিষ্ঠাতা।

এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।