অবরুদ্ধ শাবি উপাচার্য
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভুঁইয়ার পদত্যাগের দাবিতে তার কার্যালয় অবরুদ্ধ করেছেন সরকার সমর্থিত একাংশের শিক্ষকরা। মঙ্গলবার বেলা ১১ টায় উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ শিক্ষকবৃন্দ এর শিক্ষকরা।
এ সময় অধ্যাপক সৈয়দ সামসুল আলম উপাচার্য আধ্যাপক আমিনুল হক ভুূঁইয়াকে পদত্যাগের আহ্বান জানিয়ে একটি চিঠি দেন। শিক্ষকরা উপাচার্যকে বলেন, আপনি দ্রুত পদত্যাগ করুন। এর আগেও আপনি আমাদের কথা দিয়েছিলেন দুই মাসের ছুটি শেষে আপনি পদত্যাগ করবেন।
এদিকে, উপাচার্যের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত তার কক্ষে অবস্থান করার ঘোষণা দেন শিক্ষক নেতারা। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পরিষদের সিনিয়র শিক্ষকরা উপাচার্যের কক্ষে অবস্থান করছেন এবং অন্য শিক্ষকরা উপাচার্যের অপেক্ষমাণ কক্ষে অবস্থান করছেন।
আন্দোলনকারী শিক্ষকরা জাগো নিউজকে বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
উল্লেখ্য, উপাচার্যের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও আর্থিক অস্বচ্ছলতার অভিযোগ এনে তার পদত্যাগ দাবিতে গত ১৩ এপ্রিল থেকে আন্দোলন করে আসছে সরকার সমর্থক একাংশের শিক্ষকরা।
এসএস/এমএস