ভবিষ্যৎ নেতৃত্বকে কলংকিত করতেই মিথ্যা মামলা দিচ্ছে সরকার


প্রকাশিত: ০৬:১৩ এএম, ০৪ আগস্ট ২০১৫

জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ-সহযোগাী সংগঠনের কর্মীদের সম্ভাবনাময় ভবিষ্যতের জাতীয় নেতৃত্বকে কলংকিত করতেই ক্ষমতাসীনরা মিথ্যা মামলা দিয়ে রাজিব আহসানকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছে স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার সকাল ১০টা ৪৫মিনিটে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে "রাজিব আহসানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা গ্রেফতারের প্রতিবাদ ও নিশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন এ অভিযোগ করেন।

মনির হোসেন বলেন, রাজিব আহসানকে মিথ্যা, বানােয়াট, ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার এবং তার কাজ থেকে মাদক উদ্ধারের সাজানো নাটক মঞ্চস্থ করেছে সরকার। পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও বানােয়াট মামলার মাধ্যমে গ্রেফতার পুরোনো কৌশলের একটি অংশ।

রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতে সরকার এ কৌশল অবলম্বন করছে বলে মন্তব্য করেন তিনি। মনির বলেন, সরকারের বিরুদ্ধে ছাত্র সমাজ, স্বেচ্ছাসেবক সমাজ ও যুবসমাজ যাতে সরকারের বিরুদ্ধেে গণআন্দােলন গড়ে তোলতে না পারে এ ভয় থেকে রাজিব আহসানকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ সরকার আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যকে দলীয় বাহিনীতে পরিণত করে ভবিষ্যৎতে যাতে দক্ষ মেধাবী সম্পন্ন জাতীয় মেধাবী নেতৃত্ব গড়ে উঠতে না পারে সে এজেন্ডার অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছেে।

এসময় তিনি রাজিব আহসানের মুক্তি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সােহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সফুর বিরুদ্ধে দায়েরকৃত মিথা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সহ-সভাপতি সাইফুল ইসলাম কুটু, গোলাম হায়দার মুকুল, সাধারণ সম্পাদক কাজী রহমান মানিক, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।