শরণখোলায় কিশোরীর রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ১১:২৮ এএম, ০৩ আগস্ট ২০১৫

বাগেরহাটের শরণখোলায় ফারজানা আক্তার (১২) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শরণখোলা থানা পুলিশ পূর্ব রাজৈর গ্রামে ওই কিশোরীর নানা আ. লতিফ হাওলাদারের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে। সে উপজেলার ১৫ নং পূর্ব রাজৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব খোন্তকাটা গ্রামের বাসিন্দা স্বামী পরিত্যক্তা আকলিমা বেগম পারিবারিক অভাবের কারণে ভারতে ঝিয়ের কাজ করায় তার মেয়ে ফারজানা আক্তার ৪/৫ বছর ধরে নানা বাড়ি থেকে পড়াশুনা করতো। হঠাৎ গত ৩০ জুলাই দুপুরে কাউকে কিছু না বলে নিখোজঁ হয় সে। বিভিন্ন স্থানে খোজাঁখুঁজির এক পর্যায়ে সোমবার দুপুরে তার নানি বকুল বেগম তাদের একটি পরিত্যক্ত ঘরে জ্বালানি কাঠ আনতে গেলে ওই ঘরের আড়ার সঙ্গে ফারজানার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পরে খবর পেয়ে পুলিশ দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে। নিহত কিশোরির নানি জানান, ওই গ্রামে কারো সঙ্গে তাদের বিরোধ নেই। কী কারণে তার আদরের নাতনি মারা গেলেন তা তিনি বুঝতে পারছেন না।

শরণখোলা থানা পুলিশেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জাগো নিউজকে জানান, মরদেহের ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

শওকত আলী বাবু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।