জিপিএ ৫ কেনাবেচা : শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১১ জুন ২০১৮

জিপিএ ৫ কেনাবেচা-সংক্রান্ত বিষয়ে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে বলা হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ পর্যায়ের চার সদস্য বিশিষ্ট এ কমিটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হককে আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মো. ইউনুস আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব আহমদ শামীম- আল রাজী এবং উপ-সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

উল্লেখ্য, সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার একজন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এবং বোর্ডের একজন ব্যক্তিগত কর্মকর্তাসহ উত্তরা এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান-প্রধান জিপিএ ৫ বিক্রিতে জড়িত বলে প্রতিবেদন প্রচার করে। সেটি যাচাই করতে রোববার (১০ জুন) তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ঢাকা বোর্ড।

ঢাকা বোর্ডের এবার শিক্ষা মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের এ কমিটি গঠন করে।

এমএইচএম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।