নড়াইলে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিরাপদ সড়কের র‌্যালি


প্রকাশিত: ০৮:০৮ এএম, ০২ আগস্ট ২০১৫

`সবাই মিলে ঐক্য করি নিরাপদ সড়ক ব্যবহারে সংস্কৃতি গড়ি` এই শ্লোগানে নড়াইলে নিরাপদ সড়কের দাবিতে র‌্যালি, আলোচনা সভা ও গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে সাস্টেইনেবল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এলজিইডি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর যৌথ উদ্যোগে শহরের রূপগঞ্জ বাসস্ট্যান্ড চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

পরে শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, নিরাপদ সড়ক চাই এর জেলা আহ্বায়ক লে. কর্নেল (অব.) সৈয়দ হাসান ইকবাল, নিরাপদ সড়ক চাই এর সদস্য সচিব সৈয়দ খায়রুল আলম প্রমুখ।

হাফিজুল নিলু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।