কি আজব কাণ্ড!
পৃথিবীতে কতো ঘটনাই না ঘটে। কারো মৃত্যুতে একদিকে কাঁদে, অন্যদিকে হয়তো কেউ খুশি হয়। তাই বলে ভারতের সাবেক রাষ্ট্রপতি ভারতরত্ন এপিজে আব্দুল কালাম এর মৃত্যুতে!
ভারতের এই সাবেক রাষ্ট্রপতি দীর্ঘ জীবনে বহু মানুষের সম্মান, ধন্যবাদ পেয়েছেন। তবে মৃত্যুর পর যে এভাবেও ধন্যবাদ পাবেন তা বোধহয় ভাবেননি ভারতরত্ন এপিজে আব্দুল কালাম। সেখানে ধুলোয় লুটোল তাঁর যাবতীয় ‘পদ্ম’ সম্মান, বিস্মৃত হলো ‘জনতার রাষ্ট্রপতি’ হিসাবে তাঁর স্বীকৃতি। বরং বলা হল, ‘লটস অফ থ্যাঙ্কস টু কালাম দাদু!! মুয়াহ..!’
হ্যাঁ, যখন জনতার রাষ্ট্রপতির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত, সোশ্যাল দুনিয়ায় ঘনঘন আছড়ে পড়ছে শোকবার্তা, ঠিক তখনই তার উলটো ছবিও দেখা গেল।
ভারতের সাবেক রাষ্ট্রপতি ভারতরত্ন এপিজে আব্দুল কালাম মারা যাওয়ায় ছুটি মিলেছে। আর সে কারণেই সাবেক এই রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছে এক জনৈকা ফেসবুক ইউজার! মুহূর্তে এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে ফেসবুক ওয়ালে। তবে নিন্দার ঝড়ই উঠেছে বেশি।
শিল্পা সুমী রাখশিত নামে ওই জৈনিকা তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘ফাইনালি গট ছুটি!!! ইয়াপি.. হিপ হিপ হুররে! লটস অফ থ্যাঙ্কস টু কালাম দাদু!! মুয়াহ..!’
প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে এমন প্রতিক্রিয়াও আসতে পারে তা বোধহয় কেউ ভাবেননি। সোশ্যাল দুনিয়ায় এই মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। জনতার রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানে শেষ পর্যন্ত গর্জে উঠেছে মানুষই।
আরএস