ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের বৈঠক


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৮ জুলাই ২০১৫

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান-এর সঙ্গে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উপ-পরিচালক ম্যাট পিউসির নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল তার দফতরে বৈঠক করেছেন। ইউজিসি অডিটরিয়ামে আগামী ২৯ থেকে ৩১ জুলাই ২০১৫ তারিখে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী সিইএলটি (সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং) শীর্ষক ফাইনাল ওয়ার্কশপের অংশ হিসেবে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ মঙ্গলবার ইউজিসি’র সাথে এ সভা করে।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বাংলাদেশ কৃষি, জাহাঙ্গীরনগর, খুলনা এবং ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইএলটি) এর পরিচালক এবং উপ-পরিচালকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করবেন।

ইউজিসি সদস্য প্রফেসর ড. আবুল হাশেম এবং ইউজিসি’র ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড কোলাবরেশনের অতিরিক্ত পরিচালক ড. মো. ফখরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।

ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ইসমাইল বাদাদ, রিজিওনাল ম্যানেজার ফর হায়ার এডুকেশন অ্যান্ড ফারদার এডুকেশ, ব্রিটিশ কাউন্সিল, তৌহিদুর রহমান, হেড অব আইএইচই, ব্রিটিশ কাউন্সিল, হ্যাংক উইউলিয়ামস, ইউকে কনসালটেন্ট এবং মার্ক গুডউইন, ইউকে কনসালটেন্ট এবং ফ্যাকাল্টি ফ্রম লেইসেসটার ইউনিভার্সিটি।

প্রতিনিধি দল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের কোয়ালিটি এসিওরেন্স, সেন্টার অব এক্সিলেন্স, গভরনেন্স এবং কোয়ালিটি ফ্রেমওয়ার্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।