ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ফল প্রকাশ


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

‘ঘ’ ইউনিটে পাসের হার ১৬ দশমিক ৫৫ শতাংশ। এ পরীক্ষায় মোট ৮৭ হাজার ২০৩ জন ভর্তিচ্ছু অংশ নেন। পাস করেছেন ১৪ হাজার ৪৩২ জন শিক্ষার্থী।

এর মধ্যে বিজ্ঞান শাখায় সাত হাজার ৫১০, মানবিক শাখায় তিন হাজার ২১৬, ব্যবসায় শিক্ষা শাখায় তিন হাজার ৭০৬ জন। এই ইউনিটে মোট আসনসংখ্যা এক হাজার ৪১০।

ফলাফল জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd অথবা মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।