স্বরূপে ফিরেছে ঢাকা
ঈদের ছুটির পর আবারও স্বরূপে ফিরেছে কোটি মানুষের শহর রাজধানী ঢাকা। স্বাভাবিক সময়ের মতো সড়কগুলোয় বাস, মিনিবাস, রিকশা, সিএনজি অটোরিকশা চলাচল করছে। রোববার সকালে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘলাইন দেখা গেছে। তবে সোমবার তা আরো বেশি লক্ষ্য করা গেছে।
ঈদযাত্রায় যারা গ্রামে গেছেন, তাদের বেশির ভাগ লোকই ঢাকায় ফিরে এসেছেন। গত শুক্র ও শনিবার সরকারি ছুটির দিনে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ঢাকায় ফিরেছে।
সোমবার রাজধানীর মিরপুর, শেরেবাংলানগর, ধানমণ্ডি, নিউমার্কেট, মতিঝিল, পল্টন, গুলশান-বনানী এলাকার সড়কগুলোয় গণপরিবহনের সংখ্যা ছিল অনেক। সড়কের বিভিন্ন স্পটে যানজটও লক্ষ্য করা গেছে।
রাজধানীর আগারগাঁও সমবায় ভবনে কথা হয় মোহাম্মদপুর বসিলার বাসিন্দা আবুল কালামের সঙ্গে। তিনি বলেন, বছিলার বাসা থেকে আগারগাঁও অফিসে এসেছি। সড়কে গতকালের (রোববার) চেয়ে বেশি গাড়ির জট লক্ষ্য করা গেছে। রিকশা, সিএনজি অটোরিকশার সংখ্যাও অনেক বেশি ছিল।
এএইচ/এমএস