বিএনপির চার নেতার জামিন স্থগিতের আবেদনের শুনানি সোমবার


প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৬ জুলাই ২০১৫

নাশকতার অভিযোগে বিএনপি নেতা এমকে আনোয়ার, তরিকুল ইসলাম, আবদুল আউয়াল মিন্টু ও আমানউল্লাহ আমানের হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের শুনানি ২৭ জুলাই সোমবার অনুষ্ঠিত হবে।

গত ২১ জুলাই মঙ্গলবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বেঞ্চ এই দিন ঠিক করে আদেশ দেন। স্থগিত আবেদনের পক্ষে  শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ জেরা। অপরদিকে বিএনপি নেতাদের পক্ষে ছিলেন- ব্যারিস্টার মাহববু উদ্দিন খোকন, এহসানুর রহমান ও অ্যাডভোকেট সাগীর হোসেন লিয়ন।

এর আগে গত ১৪ জুলাই সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে বলে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তিনি আরো বলেন, নাশকতার অভিযোগে বিএনপি নেতা এমকে আনোয়ার, তরিকুল ইসলাম, আবদুল আউয়াল মিন্টু ও আমানউল্লাহ আমানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছিল হাইকোর্ট। ওই জামিন স্থগিত চেয়ে আমরা আবেদন করেছি। আগামীকাল (সোমবার) দুপুরের দিকে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে শুনানি হতে পারে।

বিএনপি নেতাদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ জুলাই বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের বিরুদ্ধে করা পৃথক পৃথক ৫৬টি মামলায় জামিন মঞ্জুর করে আদেশ দেন। এর মধ্যে বিএনপির যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমানের বিরুদ্ধে রাজধানীর পল্টন, শাহবাগ, মিরপুর, পল্লবী, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, রমনা ও মতিঝিল থানায় দায়ের করা ৪২টি মামলায় আগাম জামিন দেয় আদালত।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার জামিন পেয়েছেন ৯টি মামলায়। এর মধ্যে ঢাকার পল্টন থানায় পাঁচটি, যাত্রীবাড়ী ও খিলগাঁও থানার একটি এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দুটি মামলা রয়েছে। সবগুলো মামলাতেই বিভিন্ন সময়ে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ রয়েছে।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য তরিকুল ইসলাম জামিন পেয়েছেন যশোরের চার মামলায়। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু আগাম জামিন নিয়েছেন পল্টন থানার এক মামলায়।

এফএইচ/আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।