গাজীপুরে ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশিত: ০৯:২৬ এএম, ২৫ জুলাই ২০১৫

গাজীপুর মহানগরীর টঙ্গী কলেজ গেইটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে টঙ্গী সফি উদ্দিন সরকার অ্যাকাডেমির শিক্ষার্থীরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২২ জুলাই সফিউদ্দিন সরকার অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র ও নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র মো. জাকির হোসেন বাস চাপায় নিহত হয়। নিহত জাকির হোসেন স্মরণে শনিবার সকালে ওই একাডেমিতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল শেষে শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মানববন্ধন করে। তারা ওই সড়কের উপরে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানায়। এক পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ১৫ মিনিট পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আমিনুল ইসলাম জাগাে নিউজকে জানান, শিক্ষার্থীরা মিলাদ মাহফিল শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করে। পরে তারা ১৫ মিনিটরে মতো সড়ক অবরোধ করে রাখে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত ২২ জুলাই সকালে টঙ্গী কলেজ গেইট এলাকায় রাস্তা পারাপারের সময় সফিউদ্দিন সরকার অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র ও নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র জাকির হোসেন গাজীপুরগামী বসুমতি পরিবহনের একটি বাসের চাপায় মারা যায়। এ ঘটনায় পুলিশ চালক ও বাসকে আটক করে।
                        
মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।