রাজন হত্যা মামলায় আরো একজন গ্রেফতার
সিলেটের শিশু সামিউল আলম রাজনকে বর্বরোচিত নির্যাতন করে হত্যা মামলায় আয়াজ আলী নামের আরো একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার জাগো নিউজকে জানান, গ্রেফতারদের দেয়া জবানবন্দির ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সিলেট শহরতলির শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে আয়জ আলীকে আটক করা হয়। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।
এ নিয়ে রাজন হত্যা মামলায় গ্রেফতার করা হলো ১৩ জনকে। রিমান্ড শেষে জবানবন্দি দিয়েছেন ৭ জন। এছাড়া মামলার মূল আসামি কামরুল সৌদি আরবে পুলিশ হেফাজতে রয়েছেন।
প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাঁওয়ে চুরির অপবাদ দিয়ে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করনে কয়েকজন যুবক। পৈশাচিক হত্যকাণ্ডের তিনদিনের মাথায় শিশু রাজনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করার একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
এরপর দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শিশু নির্যাতনের প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে দেশব্যাপী একের পর এক কর্মসূচি পালন হতে থাকে। প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টুইটারেও।
ছামির মাহমুদ/এমজেড/এমএস