আবারো সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট হ্যাকড
আবারো সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটটি হ্যাকড করেছে `টিম পাক সাইবার এক্সপার্টস` নামের একটি সংগঠন। শুক্রবার সন্ধ্যায় ওয়েবসাইটটি হ্যাকড করে পাকিস্তানি এ হ্যাকারেরা। সন্ধ্যায় ওয়েবসাইট উদ্ধার প্রক্রিয়ার মধ্যে দ্বিতীয় দফায় এটি হ্যাকড করা হয়। অতি গুরুত্বপূর্ণ এ ওয়েবসাইটটি তারা হ্যাক করে পাকিস্তানের পতাকা লাগিয়ে দিয়ে ইংরেজিতে লিখেছে পাকিস্তান জিন্দাবাদ।
এর আগে বুধবার সাইটটি `পাক সাইবার এটাকার্স টিম` হ্যাক করেছিল। পুনরুদ্ধারে কাজ করার সময়ে দ্বিতীয় দফায় হ্যাকারদের এ আক্রমণ ভাবিয়ে তুলেছে সাইবার বিশেষজ্ঞদের।
শুক্রবার সকাল ১০টায় শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মমতাজ শামীম জানান, সাইটটি শিগগিরই উদ্ধারে কাজ চলছে। অতিদ্রুত সাইটটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি জাগো নিউজকে দ্বিতীয় দফায় হ্যাক হওয়ার কথা জানেন না। বিষয়টি ঢাকার বিশেষজ্ঞ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দেখছি।
গত বুধবার সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট হ্যাকারদের কবলে পড়েছে। নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর হ্যাকাররা লিখেছে, `পাকিস্তান জিন্দাবাদ` এবং সাইটটি `পাক সাইবার এটাকার্স টিম` হ্যাক করেছে বলে দাবি করেছে হ্যাকাররা।
শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুমতাজ শামীম জানান, বুধবার (www.sylhetboard.gov.bd) সাইটটি হ্যাকড হয়েছে। এখন এটি পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সাইটটি নির্মাণ করে দিয়েছিল জানিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে যোগাযোগ করে এটি পুনরুদ্ধারে কাজ চলছে। শিগগিরই সেটি সম্ভব হবে বলে জানান বোর্ডের চেয়ারম্যান।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে লগইন করলে `We are currently under Maintenance’- Recovered by cyber 71` লেখা রয়েছে।
শুক্রবার রাত সাতটায় শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে লগইন করলে দেখা যায়, Pakistan Zindabad ;) apny baap sy panga na 1o Team Pak Cyber Experts#PayBack. (পাক সাইবার এক্সপার্ট আবারো শিক্ষাবোর্ডের ওয়েবসাইট হ্যাক করে ইংরেজিতে লিখেছে পাকিস্তান জিন্দাবাদ; আপনি বাপছে পাঙ্গানা ১০, টিম পাক সাইবার এক্সপার্ট`স। হেস চিহ্ন দিয়ে, পে বেক।)
এ ব্যাপারে কম্পিউটার বিশেষজ্ঞ ও কম্পিউটারে বাংলা কি-বোর্ডের আবিষ্কারক মোস্তফা জব্বার জাগো নিউজকে বলেন, সরকারিভাবে ওয়েব পোর্টালগুলো তৈরি করা হয়েছে ঠিকই। কিন্তু এগুলোর নিরাপত্তার বিষয়টি তখন দেখা হয়নি। আমি অনেকবারই সরকারকে বলেছি সরকারি সাইটগুলোর নিরাপত্তার বিষয়টি ভাববার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য সরকার বিষয়টি বার বার এড়িয়ে গেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তান হোক আর আমেরিকা হোক পৃথিবীর যে কোনো জায়গা থেকে ওয়েবসাইট হ্যাকাররা হ্যাকড করতে পারে। এর আগে আমাদের র্যা ব-পুলিশের ওয়েবসাইটটিও হ্যাকড হয়েছে।
বোকার ধান পোকায় মন্তব্য করে এ কম্পিউটার বিশেষজ্ঞ বলেন, দরজা খোলা রেখে কেউ চুরি করবে না বললে হবেনা। বাংলাদেশের সরকারি ওয়েবসাইটগুলো প্রায় এ রকমই। সাইট তৈরি হয়েছে, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তিনি আরো বলেন, হ্যাকড সর্ম্পকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিছুদিন আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আমরা এখন রক্তপাতহীন যুদ্ধের মধ্যে আছি। এ যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। কিন্তু প্রতিবেশি দেশ ভারত হ্যাকের বিষয়টি এতো সিরিয়াসভাবে নিলেও আমরা তা নেয়নি। এজন্য সরকারি সব ওয়েবসাইটই ঝুঁকির মধ্যে আছে।
বুধবার হ্যাকের পরপরই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, শিক্ষা মন্ত্রণালয়ের আইটি বিশেষজ্ঞরা হ্যাকারদের কবল থেকে উদ্ধারের কাজ শুরু করেছিলেন। এ অবস্থায় আবারো সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট হ্যাকের ঘটনায় নানা জল্পনা কল্পনার চলছে। তোলপাড় হচ্ছে সরকারসহ সব মহলে।
এর আগে কোস্ট গার্ডের (www.coastguard.gov.bd) সাইটটি হ্যাক করার দাবি করেছিল `পাক সাইবার পাইরেটস` নামের একটি হ্যাকার দল। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিষয়টি টের পাওয়ার পর সকাল সাড়ে ১১টার দিকে সেটি সচল করা হয়। তবে ঠিক কখন সেটি হ্যাকড হয়েছিল তা জানাতে পারেনি কোস্টগার্ড।
ছামির মাহমুদ/এআরএ/পিআর