আর্জেন্টিনার পরিবর্তে যুক্তরাষ্ট্রকে পেলো ব্রাজিল
সেপ্টেম্বরে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার কথা ছিল ব্রাজিলের। কিন্তু ফিফার দুর্নীতির কারণে ম্যাচটি আর হচ্ছে না। তাই এই সুযোগটা কাজে লাগিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের ঝালিয়ে নিতে আগামী ৮ সেপ্টেম্বর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে তারা।
ম্যাসাচুসেটসের ফক্সবরো স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচেটি অনুষ্ঠিত হবে। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে হারের পর প্রথমবার দেশের জার্সি গায়ে মাঠে নামবেন ব্রাজিলীয় তারকারা। আগামী ১৩ অগস্ট যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দল ঘোষণা করবেন কোচ দুঙ্গা। অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে নামার আগে এই ম্যাচকেই প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন দুঙ্গা।
গত বছর বিশ্বকাপে হারের পর টানা ১১ ম্যাচ জিতেছিল দুঙ্গার দল। তবে নেইমারহীন ব্রাজিল কোপায় মুখ থুবড়ে পড়েছিল। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বার্সা স্ট্রাইকারের খেলার সম্ভাবনা রয়েছে। এদিকে, শনিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাছাই পর্বের ড্র ঘোষণা করবে ফিফা।
উল্লেখ্য, দুর্নীতি, মানি লন্ডারিং ও ঘুষের সঙ্গে যুক্ত থাকায় আর্জেন্টিনার দুজন ব্যবাসায়ীর নাম আছে। যারা আয়োজন করেছিলেন ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ম্যাচ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছেন আয়োজকরা। সে কারণে বৃহস্পতিবার মেসি বনাম নেইমারের লড়াই বাতিল বলে ঘোষণা করা হয়।
আরটি/এসকেডি/পিআর