এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারির বেতন ছাড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারির বেতন ছাড় দেয়া হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শামছুল হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাউশি বিজ্ঞপ্তিতে জানায়, বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার আটটি চেকের মাধ্যমে নির্ধারিত ব্যাংকে জমা দেয়া হয়েছে। মঙ্গলবার অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় এসব চেক ব্যাংকে জমা হয়েছে।

আরও বলা হয়েছে, শিক্ষক-কর্চারীদের ফেব্রুয়ারির সরকারি অংশের বেতন-ভাতাদি আগামী ৮ মার্চের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংক থেকে উত্তোলনের জন্য বলা হয়েছে।

এমএইচএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।