এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

আসন্ন এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়েছেন ঢাকা বোর্ডের অধিনে পরীক্ষায় অংশ নিতে যাওয়া কিছু শিক্ষার্থী।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে এইচএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ শিক্ষার অন্যতম স্তম্ভ। আমরা ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থী। আগামী ২ এপ্রিল থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। অত্যান্ত দুঃখের বিষয় এই রুটিন অনুযায়ী পরীক্ষার মাঝখানে কোনো ছুটি নেই। ফলে টানা পরীক্ষা দিতে হবে আমাদের।’

তারা আরও বলেন, ‘আমরা কোনো রোবট নই, আমরা ক্ষুদে শিক্ষার্থী। গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় এভাবে টানা পরীক্ষা দিলে আমাদের মাঝে এক ধরণের চাপ অনুভূত হবে। বর্তমান সময়সূচি বিষয়ভিত্তিকভাবে অত্যন্ত অসামাঞ্জস্যপূর্ণ যা, শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবক মহলে চিন্তা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।’

পরীক্ষার মাঝে মাঝে ছুটি দিয়ে একটি ‘হতাশা ও চিন্তামুক্ত’ রুটিন করার দাবি জানান তারা। এজন্য শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনে অংশ নেয়া পরীক্ষার্থীরা।

তারা বলেন, ‘এমন অবস্থায় শিক্ষামন্ত্রীই আমাদের একমাত্র ভরসা। আপনিই (শিক্ষামন্ত্রী) পারেন যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে এইচএসসি পরীক্ষার্থীদের এমন টানা পরীক্ষা না নিয়ে, পরীক্ষার মাঝে মাঝে ছুটি দিয়ে একটি হতাশা ও চিন্তামুক্ত পরীক্ষার সময়সূচি উপহার দিতে।’

মানববন্ধনে অংশ নেয়া পরীক্ষার্থীদের পক্ষে আশরাফুল আলম শিমুল জানান, মানববন্ধন শেষে পরীক্ষার সময়সূচির পরিবর্তনের দাবিতে একটি স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালায়ে দেয়া হবে।

মানববন্ধনে ঢাকা বোর্ডের আওতাধীন ঢাকা কলেজ, সিটি কলেজ, কবি নজরুল কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন।

এএস/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।