অনশন চালিয়ে যাবেন মাদরাসা শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৪ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। সোমবার দুপুরে রাজধানীর পরিবহন পুলে প্রতিমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত হয়নি।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কারী রুহুল আমিন চৌধুরী জাগো নিউজকে বলেন, আজ (সোমবার) দ্বিতীয় বারের মতো শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে আমাদের জাতীয়করণের দাবির বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে তিনি জানিয়েছেন। তবে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা প্রতিমন্ত্রীকে জানিয়েছি আমরা।

এদিকে, রোববার শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে অনশনরত শিক্ষকদের ২২ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে মাদরাসা শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচন হয়। বৈঠকে বলা হয়, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আলোচন করা হবে। তাই শিক্ষকদের আনশন ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। শিক্ষক নেতারা তা প্রত্যাখ্যান করে আমরণ অনশন চালিয়ে যান।

শীতের মধ্যে খোলা আকাশের নিচে টানা সাতদিনের অনশনে ১৭০ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তার মধ্যে চারজন ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। ১৪২ জন অসুস্থ অবস্থায় অনশন চালিয়ে যাচ্ছেন। বাকিরা সুস্থ হয়ে উঠেছেন।

শিক্ষকরা জানান, আমরা ৩৪ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা করে যাচ্ছি। বেতন-ভাতা না পেয়ে ইবতেদায়ির শিক্ষকরা মানবেতন জীবনযাপন করছেন। তাই ইবদেতায়ি মাদসারাগুলোকে জাতীয়করণ করতে প্রধামন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাই।

এমএইচএম/জেডএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।