গাজীপুরে ১০ জুয়াড়ির দণ্ড


প্রকাশিত: ১১:২৩ এএম, ১২ জুলাই ২০১৫

গাজীপুরে ১০ জুয়াড়িকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন এ সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শহরের পশ্চিম জয়দেবপুর এলাকার মৃত রজব আলীর ছেলে রফিকুল ইসলাম (২৮), মারিয়ালী পূর্ব পাড়া এলাকার হাফিজ উদ্দিনের ছেলে মেহেদী হাসান মিলন (২৮), পশ্চিম বিলাশপুর এলাকার সাইজুদ্দিনের ছেলে মো. সেলিম (২৫), একই এলাকার মো. নুর হোসেনের ছেলে মো. ফারুক (৩২), গাজী আফসার উদ্দিনের ছেলে মো. গাজী মাসুদ (৩৫), লক্ষীপুরা এলাকার আব্দুর রহমানের ছেলে ইদন (৪৪), বিলাশপুর এলাকার ফারুকের বাড়ির ভাড়াটিয়া মো. খোকন (২৫), কাপাসিয়া নরদা গ্রামের মুনতাজ উদ্দিনের ছেলে আবু সাইদ (৩০), পশ্চিম বিলাশপুর তাপসের বাড়ির ভাড়াটিয়া মো. আঙ্গুর (৩০) ও সাহা পাড়া এলাকার মো. জামির উদ্দিনের ছেলে মো. আলাল উদ্দিন (২৪)।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর পশ্চিম বিলাশপুর এলাকার জনৈক মাসুদের বাড়ির দক্ষিণে একটি টিনের ঘর থেকে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করা হয়।

পরে রোববার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮৬৭ সনের জুয়া আইনের ৪ ধারা মোতাবেক আটকদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থ অনাদায়ে আরো এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আমিনুল ইসলাম/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।