কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৫ ডিসেম্বর ২০১৭

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার এ সংবর্ধনার আয়োজন করা হয়। আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতরের (আইএসপিআরে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Defence

এতে বলা হয় ২০১৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর ও বিভিন্ন আন্তঃবাহিনী সংস্থায় কর্মরত বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদের শুক্রবার ঢাকা সেনানিবাসের শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ অডিটোরিয়ামে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

Defence

অনুষ্ঠানে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের মহাপরিচালক ইলিয়াস হোসেন মোল্লা এবং বাহিনী সদর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে নিয়োজিত সব বেসামরিক কর্মকর্তা-কর্মচারী ও কৃতী ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।