নিজ দেশে ফিরতে চান মালালা


প্রকাশিত: ০৪:১৯ এএম, ০৯ জুলাই ২০১৫

শান্তিতে নোবেলজয়ী নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই তার নিজ দেশ পাকিস্তানে ফিরতে চান। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছে তিনি এ ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন তাদের অনলাইনের এ খবর প্রকাশ করেছে।

গত বুধবার নওয়াজ শরিফ ও মালালা নরওয়ের রাজধানী অসলোতে বৈঠক করেন। দু`জনের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক কোনো বৈঠক। এ দিন অসলোতে জাতিসংঘ আয়োজিত শিক্ষা সম্মেলনে যোগ দেন তারা।

বৈঠক শেষে মালালা সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আমাকে কথা দিয়েছেন, আমি যদি পাকিস্তানে যেতে চাই সরকার তাকে সমর্থন করবে।

মালালা আরো বলেন, আমার দেশ আমার জন্য সব সময়ই আছে। আমি মনে করি, একজন পাকিস্তানি হিসেবে আমার দায়িত্ব দেশে ফিরে যাওয়া, দেশের মানুষের জন্য কাজ করা।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।