গোপালগঞ্জে বাসচাপায় মোয়াজ্জিন নিহত


প্রকাশিত: ০৯:২৫ এএম, ০৮ জুলাই ২০১৫
প্রতিকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস চাপায় রমজান দাঁড়িয়া (২৪) নামে এক মসজিদের মোয়াজ্জিন নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জাগো নিউজকে জানান, দুপুরে মসজিদে আযান দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন রমজান। এসময় তিনি মসজিদের সামনের সড়ক পার হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারলেও চালক ও তর সহকারী পালিয়ে গেছেন।

নিহত রমজান দাঁড়িয়া ওই উপজেলার মাঝবাড়ি গ্রামের ফায়েক দাঁড়িয়ার ছেলে। তিনি ওই এলাকার মাঝবাড়ি জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন।  

এস এম হুমায়ূন কবীর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।