কারিগরি শিক্ষায় ভারতের সহযোগিতা


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৫ জুলাই ২০১৫

ভারত সরকার দেশের ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অতিরিক্ত এক লাখ শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ২ হাজার ৩৮১ কোটি ১৬ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদানে সম্মত হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে বাংলাদেশ ও ভারত সরকারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

তিন বছর মেয়াদি প্রকল্পের নাম ক্রিয়েটিং ফ্যাসিলিটি ফর এডিশনাল ওয়ান লাখ স্টুডেন্টস এনরোলমেন্ট ইন ৪৯ পলিটেকনিক ইনস্টিটিউটস। এ প্রকল্পের আওতায় দেশের ৪৯টি পলিটেকনিকে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় সুবিধা বৃদ্ধি, প্রচলিত ট্রেডসমূহের পাশাপাশি আরো নতুন ১৮টি ইমার্জিং টেকনোলজি চালু করে অতিরিক্ত এক লাখ দক্ষ মানব সম্পদ তৈরি করে দেশীয় ও বিশ্ব জব মার্কেটের চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।

নতুন ১৮টি ইমার্জিং টেকনোলজি হলো : অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম মেকিং, ডাটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিসার্ভেশন, ফুটওয়ার অ্যান্ড লেদার প্রডাক্টস, কিন অ্যান্ড র্ফানেস, ল্যান্ডস্কেপ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিট্রাক্টচার, মেডিয়া অ্যান্ড জার্নালিজাম, মোশন গ্রাফিক্স অ্যান্ড ব্রডকাস্টিং, মালিটিমিডিয়া অ্যান্ড ইনফরমেশন কমিনিকেশন, ওশেনোগ্রাফিক, প্লাস্টিক অ্যান্ড পোলিমার, শিমুলেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সোলার, স্ট্রাকচারাল সিরামিক, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্রান্সর্পোটেশন ও ওয়েব ডিজাইন।

উল্লেখ্য, বর্তমানে সরকারি পলিটেকনিকগুলোতে দুই শিফটে মোট ৩১ হাজার ৫৮০ শিক্ষার্থী ভর্তি করা হয়।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।