চায়না শিক্ষা মেলা বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২১ নভেম্বর ২০১৭

তৃতীয়বারের মতো দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে চায়না বাংলাদেশ এডুকেশন এক্সপো-২০১৭। চীনের ৩০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই এক্সপোতে অংশগ্রহণ করবেন।

দুদিনব্যাপী এ মেলা বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ভবনে শুরু হবে। এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে থাকবেন।

জানা গেছে, বাংলাদেশের স্বনামধন্য এডুকেশন কনসালটেন্ট এজেন্সি সানজেন ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে আন্তর্জাতিক এই এডুকেশন এক্সপোতে থাকছে চীনের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে বিনা ফি-তে ভর্তির সুযোগ। যেখানে বিনা বেতনে পড়াশোনার পাশাপাশি মাস শেষে রয়েছে আকর্ষণীয় বৃত্তির ব্যবস্থা।

এছাড়া মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীন সরকারের বিশেষ স্কলারশিপ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চীনের সাউথ ওয়েস্ট ফরেস্ট্রি ইউনিভার্সিটির ডেপুটি ডিন মিস ইয়াং সিউই ও চীনের সাউথ এশিয়ান এডুকেশন অ্যাফেয়ার অ্যাডভাইজর ড. পার্থ সারথী গাঙ্গুলি।

এমএ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।