বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে আগ্রহী থাইল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৭ এএম, ১৫ নভেম্বর ২০১৭

বাংলাদেশি শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, বায়োটেকনোলজি এবং বিজনেস স্টাডিজ বিষয়ে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তি প্রদানে আগ্রহী থাইল্যান্ডের কিং মংকুটস ইউনিভার্সিটি অব টেকনোলজি থনবুরি (কেএমইউটিটি)। এ লক্ষ্যে তারা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চায়।

বুধবার তিন সদস্য বিশিষ্ট কিং মংকুটস ইউনিভার্সিটি অব টেকনোলজি থনবুরির একটি প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সঙ্গে তার দফতরে এক সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।

এ সময় ইউজিসি সচিব ড. মো. খালেদ, সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম উপস্থিত ছিলেন।

প্রফেসর আবদুল মান্নান থাই প্রতিনিধি দলের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেন। তিনি এ বিষয়ে ইউজিসির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, কমিশন সর্বদাই দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে বিশ্বাস করে। এজন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এমএ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।