শ্যামপুরে ডাকাত সন্দেহে আটক ৮


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০১ জুলাই ২০১৫

রাজধানীর শ্যামপুর থেকে ডাকাত সন্দেহে আটজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে শ্যামপুরের পোস্তগোলা চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন মো. কুদ্দুস, মো. নেকবার মিয়া, মো. স্বপন, মো. জালাল, মো. ইউসুফ হাওলাদার, মো. বাচ্চু সরদার, মো. কামরুজ্জামান ও কামাল শেখ। এ সময় তাদের কাছ থেকে ১৩৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, আটককৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।

তারা ঢাকা ও তার আশে পাশের বিভিন্ন জেলার দোকানের সাটার ভেঙে, তালা কেটে মোবাইল, ব্যাটারিসহ বিভিন্ন জিনিসপত্র ডাকাতি করে থাকে।

তিনি আরো বলেন, কয়েকদিন আগে আটককৃতরা শ্যামপুরে একটি ডাকাতির ঘটনা ঘটায়। পরবর্তীতে আটকদের দেয়া তথ্য অনুসরণ করে যাত্রাবাড়ির ৪০/২ সামিউল্লাহ প্লাজার নিচতলার শাহ টেলিকম থেকে ১৩৫টি মোবাইল ফোন সেট উদ্ধার রিা হয়।

এআর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।