প্রধানমন্ত্রীর সঙ্গে স্পিকারের বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার দুপুরে আসন্ন অর্থবছরের বাজেট পাস হওয়ার পর স্পিকারের সংসদের কার্যলয়ে যান প্রধানমন্ত্রী।
সেখানে তিনি প্রায় ২০ মিনিট স্পিকারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। বৈঠকের পর স্পিকার সাংবাদিকদের জানান, দীর্ঘ সময় ধরে বাজেট অধিবেশন পরিচালনার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, জাতীয় সংসদের এই ষষ্ঠ ও বাজেট অধিবেশন ১ জুন শুরু হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৪ জুন বৃহস্পতিবার ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপন করেন।
এরপর প্রস্তাবিত বাজেটের উপর সংসদে ৫৮ ঘণ্টা আলোচনা হয়। ২১৯ জন এমপি আলোচনায় অংশ নেন।
এইচএস/বিএ/আরআইপি