২০১৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন

২০১৬ সালে প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় কোটির অধিক শিক্ষার্থীদের নিয়ে এক সঙ্গে ৬৪ জেলায় সমাবর্তন অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে কলেজ শিক্ষকদের ৯২তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ট্রেনিং শেষে এক সপ্তাহের জন্য একটি রিফ্রেশার কোর্সের ব্যবস্থা রাখা হবে। এছাড়া ৭০টি কলেজকে র‌্যাংকিং এর আওতায় আনা হবে, তবে সেটা শুধু রেজাল্টের ভিত্তিতে নয়, শিক্ষার সার্বিক পরিবেশের ভিত্তিতে।

সভায় স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র`র ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ। এ সময় বক্তব্য রাখেন কোর্স উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. তাইবুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শফিক উজ জামান ও রসায়ন বিভাগের অধ্যাপক এএইচবি সুশান প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইতিহাস, অর্থনীতি এবং রসায়ন বিষয়ে ৮৬ জন কলেজ শিক্ষক চার সপ্তাহের এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
                        
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।