রাজশাহীর ৫ স্কুলের শিক্ষার্থীরা পাবে স্মার্টকার্ড
আগামী এক মাসের মধ্যে রাজশাহী মহানগরীর পাঁচ স্কুলের শিক্ষার্থীরা স্মার্টকার্ড পাবে বলে জানিয়েছেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
এ ব্যাপারে গত রোববার দুপুরে স্মার্ট আইডি কার্ড ও স্কুল-কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ে বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও নর্থ ওয়েস্টার্ন আইটি ভিলেজ লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া।
এ বিষয়ে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা জাগো নিউজকে জানান, অভিভাবকদের চিন্তামুক্ত ও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে এ স্মার্ট কার্ডের ব্যবস্থা করা হয়েছে। এ কার্ডধারী শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ কিংবা বাইরে তার অভিভাবকের ব্যবহৃত মোবাইলে এসএমএস এর মাধ্যমে সকল বিষয়ে অবগত হবে।
আগামী মাসের মধ্যেই নগরীর সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, শিরোইল উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট ও ল্যাবরেটরি হাই স্কুল এবং সরকারি হেলেনাবাদ গার্লস স্কুলের শিক্ষার্থীদের এ স্মার্ট আইডি কার্ডের আওতায় আনা হচ্ছে বলে জানান ওই সাংসদ।
শাহরিয়ার অনতু/এমজেড/এমএস