টি-২০ বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচ ছাড়া থাকতে পারে বিসিসিআই


প্রকাশিত: ০৬:১০ এএম, ২৮ জুন ২০১৫

নিজ মাঠে ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচ ছাড়াই থাকতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অবশ্য টিম ডিরেক্টর রবি শাস্ত্রি এবং কোচিং স্টাফের অপর তিন সদস্য সকলের চুক্তিই আরো দুই বছরের জন্য বৃদ্ধি করা হচ্ছে। ক্রিকইনফোর রিপোর্টে এ কথা বলা হয়েছে।

শাস্ত্রি এবং তিন সহকারী কোচ সঞ্জয় বাগনার (ব্যাটিং), বি অরুন (বোলিং) এবং আর শ্রীধর (ফিল্ডিং) সকলকেই তাদের চুক্তি নবায়নের নিশ্চয়তা দেয়া হয়েছে। তবে সময় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

টেস্ট ও ওয়ানডে দুই অধিনায়ক বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আলোচনা করে বিসিসিআই কর্তারা বুঝিয়ে দিয়েছেন যে, এ চারজনকেই দুই বছরের জন্য নিয়োগ দেয়া হবে। আগামী ৬ জুলাই ভারতীয় দলের জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই তাদের সঙ্গে চুক্তি করা হতে পারে।

বিসিসিআইর অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, বর্তমান ম্যানেজমেন্টে সন্তষ্ট বোর্ড। সহকারী তিন কোচের সকলেই দলের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছেন। কতিপয় খেলোয়াড় বাগনারের পদ্ধতি নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছিল, যা সদ্য শেষ হওয়া বাংলাদেশ সফরে সমাধান হয়েছে।

শাস্ত্রি হবেন ‘বস’ এবং ধোনি ও কোহলির সমর্থনটা তিনি বেশ উপভোগ করছেন বলেও উল্লেখ করেন বোর্ডের সূত্রটি।

শাস্ত্রি খেলোয়াড়দের খুব ভালোভাবে বুঝতে পারেন এবং করণীয় সম্পর্কে সরাসরি পরামর্শ দিতে পারেন। টাইগারদের সঙ্গে ওয়ানডে সিরিজ হারলেও তিনি মানসিকভাবে দলকে চাঙ্গা রাখার চেষ্টা করেছেন। কোনো খেলোয়াড় ভালো করছে না বুঝলেও শাস্ত্রি কখনো পিছপা হন না। এছাড়া বর্তমান সাপোর্টিং স্টাফ নিয়েই দল স্বাচ্ছন্দ্য বোধ করছে বলে বাংলাদেশ সফরে নিজেই উল্লেখ করেছেন ধোনি।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।