ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার


প্রকাশিত: ১১:৫৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদভূক্ত ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। `খ` ইউনিটে ২২২১টি আসনের বিপরীতে আবেদন করেছে সংখ্যা ৪১ হাজার ৯৬০জন। প্রতি আসনের বিপরীতে লড়বে ২০ জন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র নিয়ে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ প্রসঙ্গে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন বলেন, স্বচ্ছতার সাথে পরীক্ষা গ্রহণের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। পরীক্ষায় জালিয়াতি রোধে শতভাগ চেষ্টা করে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি হয় এমন কোন কাজ আমরা মেনে নেবো  না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।