ধোনির হয়ে ব্যাট করলেন আফ্রিদি
ভারত ও পাকিস্তান দুই চিরশত্রু। সীমান্তবর্তী এই দু’দেশের উত্তেজনা রাজনীতির মাঠ ছেড়ে খেলার মাঠেও উত্তাপ ছড়ায়। কিন্তু দুঃসময়ে পাকিস্তানের টি-২০ অধিনায়ক শহিদ আফ্রিদিকে পাশে পেলেন ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বাংলাদেশের সঙ্গে সিরিজ হারার পর ধোনিকে কাঠগড়ায় দাঁড় করানোয় ‘খুশি নন’ এই পাকিস্তানি।
কোনো একটি সিরিজ হারে দেশের হিরোকে কাঠগড়ায় দাঁড় করানোকে উপমহাদেশের প্রবণতা বলে উল্লেখ করেন আফ্রিদি। বলেন, ‘বাংলাদেশে সফরে সিরিজ হারে ধোনির সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে তার জন্য আমার খুব খারাপ লাগছে। আমি মনে করি এটা সম্পূর্ণভাবে উপমহাদেশের আচরণ যেখানে একটি হারে হিরোদের কাঠগড়ায় তোলা হয়। এরজন্য মিডিয়াও বেশ ভালোভাবে দায়ী।’
আফ্রিদিও নিজ দেশে এর আগে একই আক্রমণের স্বীকার হয়েছিলেন। তিনি আরো বলেন, ‘আমি বলছি না কোনো অধিনায়ক অথবা খেলোয়াড়ের বর্তমান পারফর্মেন্স বিবেচনা করা হবে না। কিন্তু সমালোচনা করার আগে তার অতীতকেও বিশ্বের কাছে তুলে ধরুন। ধোনিকে কাঠগড়ায় আনার আগে তার রেকর্ড দেখুন। সে ভারতের অসাধারণ একজন খেলোয়াড়। তার অর্জন তার কথা বলবে।’
ধোনিই গত কয়েকবছরে ভারতের দুর্দান্ত পারফর্মেন্সের জন্য মূল নায়ক বলে উল্লেখ করেন এই অলরাউন্ডার। গত বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে বর্তমানে শুধু টি-২০ খেলছেন তিনি।
আরটি/বিএ/পিআর