দ. কোরিয়ায় মার্স ভাইরাসে আরো দুই জনের প্রাণহানি


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৬ জুন ২০১৫

দক্ষিণ কোরিয়ায় মিডলইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স) ভাইরাসে শুক্রবার আরো দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া আরো একজন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে মার্স ভাইরাসে প্রাণহানির সংখ্যা হল ৩১। সৌদি আরবের পর দ. কোরিয়ায় মার্স ভাইরাস সবচেয়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে।

গত ২০ মে দেশটিতে প্রথম মার্স ভাইরাস রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ১৮১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩১ জনের প্রাণহানি হয়েছে। ভাইরাসমুক্ত হয়েছে ৮১ জন এবং ৬৯ জনের এখনও চিকিৎসা চলছে। ১৩ জনের অবস্থা গুরুতর।

শুক্রবার ৭৯ ও ৮০ বছর বয়সী দুই নারীর মৃত্যু হয়েছে। এই ভাইরাসের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংস্পর্শে আসা প্রায় দুই হাজার ৯৩১ জনকে আলাদা করে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিশ্বের ২০টির বেশি দেশে মার্স ভাইরাস ছড়িয়েছে। সবচেয়ে বেশি প্রাদুর্ভাব ঘটেছে সৌদি আরবে। এই ভাইরাসের কোনো চিকিৎসা বা টিকা নেই। ভাইরাসটি প্রাণঘাতী বলে বিবেচিত।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।