সিলেটে মাদকবিরোধী দিবসে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান
সিলেটে মানববন্ধন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এর সর্বাত্মক আয়োজন করে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জেলা প্রশাসক কার্যালয়।
মূল উদ্যোগ গ্রহণ করে প্রত্যাশা মাদকাসক্তি চিকিৎসা ও সমন্বিত পুনর্বাসন প্রক্রিয়া। এছাড়া সিলেট নগরে মাদক বিরোধী গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মাববন্ধন চলাকালে বক্তারা বলেন, তরুণ প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ, সুন্দর দেশ গঠনের কাণ্ডারি। তাদেরকে যথাযথভাবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। মাদকমুক্ত যুবসমাজ গঠনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
বক্তারা আরো বলেন, মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে অভিভাবক, পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকাসক্ত যুবক একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তাদেরকে অবহেলা না করে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরে আনা সম্ভব।
সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান, মহানগর পুলিশের কমিশনার মো. কামরুল আহসান, বিজিবি সিলেট-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহি উদ্দিন, সিলেট র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাহসিন ফেরদৌস আহমদ খান।
ছামির মাহমুদ/এমজেড/পিআর