৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৭ এএম, ২৫ অক্টোবর ২০১৭

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে আজ। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

ড. মোহাম্মদ সাদিক জানান, ফলাফল প্রকাশের বিষয়ে আজ বিকেল সাড়ে ৩টার দিকে একটি বিশেষ সভা আছে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে আজ ফল প্রকাশের সম্ভাবনাই বেশি।

গত ২৩ মে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়। এর আগে, গত বছরের ১ নভেম্বর ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন। বিসিএসের ইতিহাসে ওইবার খুব কম সময়ের মধ্যে প্রথম ধাপের ফল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এমএইচএম/এআরএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।