ধোনি-মুস্তাফিজ দ্বৈরথে মুস্তাফিজের জয়


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২১ জুন ২০১৫

শুরুটা হয়েছিল মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে। ম্যাচের বয়স তখন মাত্র ২৫ ওভার ২ বল। সাতক্ষীরার অখ্যাত তরুণ মুস্তাফিজ বোলিং করছিলেন বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান ধোনির বিপক্ষে। মুস্তাফিজ তার নিজে বোলিং শেষে ধোনির রান নেওয়ার পথের ওপর এসে পড়েন। আর এ সময়ই ধোনি অনেকটা ইচ্ছা করেই ধাক্কা দেন মুস্তাফিজকে। এ ঘটনায় আহত হয়ে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে।


এছাড়া শাস্তি হিসেবে তাকে ম্যাচ ফি’র ৫০ ভাগ জরিমানা করা হয়। যদিও ভারতের অধিনায়ককেও তার ম্যাচ ফি’র ৭৫ ভাগ জরিমানা হয়েছে। তবে সংকল্পটা যেন মনে মনে করে রেখেছিলেন এই উদীয়মান ক্রিকেটার। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে ধোনির উইকেট নিয়ে প্রমাণ করে দিলেন অবৈধ ভাবে ধাক্কা ছাড়াও মাঠ থেকে বের করে দেয়া যায়। আর তাই করে দেখালেন এই তরুণ।


খেলার বয়স তখন ৩৯ ওভার ৩ বল। মুস্তাফিজের দুর্দান্ত এক কাটারে বোকা বানান ধোনিকে। মিডঅফে দাঁড়ানো সৌম্যের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ধোনি। এর আগে দুই উইকেট পেলেও ধোনির উইকেটটি যেনো ছিলো আলাদা কিছু। উল্লাসের মাঝে দেখিয়ে দিলেন সেই দিলেন প্রতিশোধ নেওয়ার কৌশল।


অন্যদিকে ধোনিকে আউট করে মুস্তাফিজ যতটা উল্লাসে মেতেছেন তার চেয়ে কয়েকগুণ বেশি উল্লাসে মেতেছেন দর্শকরা। গ্যালারিতে বসে থাকা দর্শকরা পানির বোতল নিয়ে মেতে ওঠেন উল্লাসে। মুস্তাফিজ মুস্তাফিজ ধ্বণিতে কেপে ওঠে পুরো গ্যালারি।


শুধু কি গ্যালারি? গ্যালারি বাইরেও হাজার হাজার দর্শক-সমর্থকরা ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে মুস্তাফিজ বন্দনা।


বিরাট কোহলি আর রুবেল হোসেনের দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিল বাংলাদেশ। তবে ধোনির ধাক্কার পর দ্বৈরথটা দাঁড়ায় ধোনি-মুস্তাফিজের। রুবেল না পারলেও পেরেছেন মুস্তাফিজ।

আরটি/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।