হিলি সীমান্তে শিশুসহ ৬ অবৈধ অনুপ্রবেশকারী আটক


প্রকাশিত: ১২:০৫ পিএম, ২০ জুন ২০১৫
প্রতীকী ছবি

অবৈধ পথে ভারতে পাড়ি দেওয়ার সময় দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে শিশুসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুর আড়াইটায় হিলি সিপি বিওপির সদস্যরা ফকিরপাড়া ২৮৫/২৬এস বাংলাদেশের ১০০গজ অভ্যন্তরে তাদের আটক করে।

আটকরা হলেন, ঢাকা জেলার বাগদা থানার পাঁচখোলা গ্রামের শ্রী দাস সরকারের ছেলে শ্রী মনেন্দ্র চন্দ্র সরকার (৬০), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার চশীরামপুর গ্রামের শম্ভু চন্দ্র রাজবংশীর ছেলে গৌরাঙ্গ চন্দ্র রাজবংশী (৫০), গৌরাঙ্গ চন্দ্র রাজবংশীর স্ত্রী আদুরী রাজবংশী (৪২), ছেলে সঞ্জয় রাজবংশী (০৫) এবং ঢাকা জেলার হাজারীবাগ থানার বসিলা গ্রামের কালাই রাজবংশীর স্ত্রী গীতা রাজবংশী (৩৫) এবং বার মেয়ে দুর্গা রাজবংশী (১৫)।

বিজিবি হিলি আইসিপি বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে ভারতে অবৈধ পথে পাড়ি জমানোর সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে।

এমদাদুল হক মিলন/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।