চিকিৎসক নিয়োগে আসছে বিশেষ বিসিএস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৩ অক্টোবর ২০১৭
ফাইল ছবি

৩৯তম বিসিএসে ৪ হাজার ৭৯২জন চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এই বিসিএস পরীক্ষা হবে বিশেষ। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে বিষয়টি জানা গেছে।

সূত্র জানায়, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জেন্ট নিয়োগ দেয়া হবে। অর্থাৎ সব মিলে ৪ হাজার ৭৯২জন চিকিৎসক নেয়া হবে এই বিসিএসে। এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

বিষয়টি নিশ্চিত করে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জাগো নিউজকে বলেন, ৩৯তম বিসিএস হবে বিশেষ। চিকিৎসক নিয়োগের জন্য এই বিশেষ পরীক্ষার আয়োজন করা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিষয়ে আলোচনা হচ্ছে। আগামী বছরের প্রথম দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এমএইচএম/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।