এইচএসসি’তে অনলাইনে ভর্তি আবেদনের সময় বাড়লো


প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৬ জুন ২০১৫

সারা দেশে এইচএসসিতে অনলাইনে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে।  মঙ্গলবার শিক্ষা মন্ত্রনালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক তরুন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে যেহেতু এসএসসি পরীক্ষার পুন:নিরীক্ষার ফল প্রকাশ হবে ২০ জুন, এ জন্য এইচএসসিতে ভর্তির আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জুন।

প্রসঙ্গত, গত ৬ জুন থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণির অনলাইনে এ ভর্তি কার্যক্রম। বর্ধিত সময়ের কারনে আগামী ২১ জুন পর্যন্ত  চলবে এ কার্যক্রম চলবে এবং ফল প্রকাশ করা হবে ২৫ জুন। বোর্ড অনুমোদিত এসব কলেজে তিন বিভাগে আসন রয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার। আগামী ১ জুলাই থেকে উচ্চ মাধ্যমিকে ক্লাস শুরু হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

মো: কামাল উদ্দিন/এআরএস
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।