পরীক্ষা ছাড়াই স্নাতকে ভর্তি


প্রকাশিত: ০২:৫১ এএম, ১৪ জুন ২০১৫

স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আলাদা কোনো পরীক্ষা হবে না বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ। শনিবার বিশ্ববিদ্যালয়ের ১৭তম বার্ষিক অধিবেশনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আলাদা কোনো পরীক্ষা হবে না। এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে।

এ সময় অর্ধ-শতাধিক সিনেট সদস্যসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সংসদ সদস্য, কলেজের অধ্যাপকরা উপস্থিত ছিলেন।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।