জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে থাকছে না পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তিতে আর পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের। আসন্ন শিক্ষাবর্ষ থেকেই এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের ১৭তম বার্ষিক অধিবেশনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হারুন-অর-রশিদ।
উপাচার্য বলেন, ২০১৬ সালের শেষ দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। র্যাংকিংয়ের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করে পুরস্কার দেওয়া হবে। ২০১৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ আইটিভিত্তিক ও ২০১৮ এর মধ্যভাগ থেকে সম্পূর্ণ সেশনজটমুক্ত করা হবে।
অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮১ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকার রাজস্ব ও ১৬৭ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকার উন্নয়ন বাজেট পাস করা হয়।
আরএস