চুয়াডাঙ্গায় ২ ছাত্রলীগ কর্মীকে কোপালো প্রতিপক্ষ
চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ি মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ইজাজ (২৩) ও শাহিন (২২)। ইজাজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার সাতগাড়ি গ্রামের ছাত্রলীগ কর্মী খালিদ, রোকনসহ কয়েকজন একই গ্রামের আতিয়ারের ছেলে সাব্বিরকে (১২) পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের মসজিদপাড়ার দোস্ত মোহাম্মদের ছেলে ছাত্রলীগ কর্মী ইজাজ ও বাগানপাড়ার শাহ আলমের ছেলে শাহিনসহ তিনজন মোটরসাইকেলে করে সাতগাড়ি গ্রামে যায়। তারা খালিদ ও তার লোকজনের কাছে সাব্বিরকে পেটানোর কারণ জানতে চায়। এ সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে খালিদ, রোকন ও শিকদারসহ ৭-৮ জন ইজাজ ও শাহিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ইজাজের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য করা হয়। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার জানান, কতিপয় ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলি বলেন, আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন কাজল/এআরএ/আরআই