আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০২ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৭

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৭ পালিত হতে যাচ্ছে আজ (শুক্রবার)। দিবসটিকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাজধানীতে কেন্দ্রীয়ভাবে সাক্ষরতা দিবস পালনে নানা প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’শ্লোগানকে প্রতিপদ্য করে কেন্দ্রীয়ভাবে এ দিনটি পালনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

সকাল থেকে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এছাড়াও অন্যান্য কর্মসূচি হিসেবে রয়েছে, ডাক টিকিট অবমুক্তকরণ, ক্রোড়পত্র ও স্মরণিকা প্রকাশ, পোস্টার তৈরি, র্যালি, গোলটেবিল বৈঠক, টেলিভিশন টক শোসহ বিভিন্ন অনুষ্ঠান।

এমএইচএম/এএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।