মানিকগঞ্জে সেনাবাহিনী সদস্যকে শ্বাসরোধে হত্যা
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহিরচর পূর্বপাড়া গ্রামের মো. নাঈম বিশ্বাস (১৮) নামে সদ্য নিয়োগপ্রাপ্ত সেনাবাহিনীর এক সদস্যকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ মঙ্গলবার সকালে তার বাড়ির পাশের ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে। তবে হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কোন তথ্য পাওয়া যায়নি।
নাঈম পূর্বপাড়া গ্রামের নাজিমুদ্দিন বিশ্বাস টুলুর ছেলে এবং পার্শ্ববর্তী কৌড়ি এমএ রউফ ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
হরিরামপুর থানা পুলিশ ও নিহতের বাবা নাজিমুদ্দিন বিশ্বাস জানান, দুই ভাই এক বোনের মধ্যে নাঈম ছোট। নাঈম কিছু দিন আগে সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ পেয়েছে। আগামী ১ জুলাই তার রাজশাহী ক্যান্টনমেন্টে প্রশিক্ষণে যাওয়ার জন্য কাগজপত্রও এসেছে। এ অবস্থায় সোমবার রাত ৭টার দিকে নাঈম বাড়ি থেকে পার্শ্ববর্তী আন্ধারমাণিক বাজারের একটি মোবাইলের দোকানে যায়। এরপর থেকে নাঈম নিখোঁজ।
রাতেই নিকটতম স্বজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যায় নি। মঙ্গলবার সকালে বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশের ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনেরা পুলিশকে জানায়। পুলিশ এসে সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে ।
হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ জানান, খবর শুনে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তিনি জানান, নাঈমের বাবা দরিদ্র কৃষক। দিন মজুর করে তিনি সংসার চালাতেন। নাঈম সেনাবাহিনীর চাকুরি পাওয়ায় তাদের সংসারে আশার আলো জ্বলে উঠছিল। ঠিক সেই মুহুর্তে আলো অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়।
এ ব্যাপারে হরিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী নাঈমকে রাতে কোন এক সময় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্ততি চলছে বলেও জানান ওসি।
এসএস/এমএস