সিরাজগঞ্জে যুবদল নেতা খুন : প্রধান আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৮ জুন ২০১৫

সিরাজগঞ্জ শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন (৩৫) খুনের প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন, শাহজাদপুর উপজেলা সদরের দরগা পাড়ার বেল্লাল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩০) ও তার সহযোগী একই এলাকার বাসিন্দা শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলামের ছেলে রাশেদ (৩২)। রাশেদ নিহত সুজনের চাচাতো বোনের স্বামী।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সুজনের স্ত্রী ঘটনার দিনই গ্রেফতার হন। এরপর আদালতে তার দেয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে পরকীয়া ঘটিত কারণে মনিরুল ইসলাম সুজনকে খুন করেছে বলে তথ্য দেয়। রোববার বিকেলে মনিরুল ইসলাম ও সহযোগী রাশেদ সিরাজগঞ্জ জেলগেটে সুজনের স্ত্রী উম্মে সালমা তিথি’র সঙ্গে সাক্ষাত করে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে জেলখানা এলাকা থেকে মনিরুলকে গ্রেফতার করা সম্ভব হলেও রাশেদ পালিয়ে যায়। এরপর মনিরুলের দেয়া তথ্যের ভিত্তিতে রাতে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া এলাকা থেকে রাশেদকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দু’জনই খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, গত ১ জুন সোমবার সন্ধ্যায় নিজ শয়ন কক্ষে ঘুমন্ত অবস্থায় খুন হন শহরের মিরপুর উত্তর হাজীপাড়ার আব্দুস সামাদের ছেলে সুজন। ঘটনার পরই পুলিশ তার স্ত্রী তিথি ও শ্যালক পিয়াসকে আটক করে। এ ঘটনায় সুজনের মা মাজেদা বেগম বাদী হয়ে তিথি ও পিয়াসের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় মামলা করেন। তাদের সংসারে ৮ বছরের একটি মেয়ে রয়েছে। গ্রেফতার তিথি ও তার ছোট ভাই পিয়াস জেলহাজতে রয়েছেন।

মো লুৎফুল কবির/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।