জবিতে শিক্ষকদের ২ ঘণ্টা কর্মবিরতি


প্রকাশিত: ০১:২২ পিএম, ০৮ জুন ২০১৫

প্রস্তাবিত ৮ম জাতীয় বেতন কাঠামো বাতিল ও পুনঃনির্ধারণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষকরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন তারা।

এ সময় বক্তারা বলেন, প্রস্তাবিত বৈষম্যমূলক ৮ম জাতীয় বেতন কাঠামো বাতিল ও পুনঃনির্ধারণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রাণের দাবি। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এ দাবি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- জবি শিক্ষক সমিতির সহ সভাপিত ড. মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হোসেন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সে অনুষদের ডিন অধ্যাপক ড. হাসনা হেনা বেগম. আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আক্কাস, অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল প্রমুখ।

সুবত মণ্ডল/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।