১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে মিয়ানমারে বিজিবি প্রতিনিধিদল
মিয়ানমার উপকূল থেকে ২১ মে উদ্ধার হওয়া ২৮৪ জন অভিবাসীর মধ্যে পরিচয় সনাক্ত ১৫০ জন বাংলাদেশিকে ফেরত আনতে মিয়ানমার গেছেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) প্রতিনিধি দল। সকাল ১০টা ৪০ মিনিটে কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারের ঢেকিবনিয়া ১ নম্বর সেক্টরে যান তারা।
বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল খন্দকার সাইফুল আলমের নেতৃত্বে যাওয়া ১০ সদস্যের প্রতিনিধি দল ১২টা নাগাদ বাংলাদেশে ফিরে আসবেন বলে বিজিবি কক্সবাজার-১৭ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে।
সায়ীদ আলমগীর/এসএস/এমএস