আরও ১৪৮ বিদ্যালয় জাতীয়করণের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৯ আগস্ট ২০১৭

নতুন করে আরও ১৪৮টি বিদ্যালয় জাতীয়করণে সম্মতি প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয়করণে দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত একটি চিঠিতে নির্দেশ দেয়া হয়েছে। গত ২৪ আগস্ট চিঠিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরে পাঠানো হয়।

জানা গেছে, দেশর সব উপজেলায় একটি করে সরকারি বিদ্যালয়-কলেজ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় নতুন করে ১৪৮টি জেলার ১৪৮টি উপজেলায় একটি করে বিদ্যালয় জাতীয়করণের সম্মতি দেয়া হয়েছে।

জাতীয়করণের তালিকা দেখতে ক্লিক করুন

এমএইচএম/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।